তুমি কো থা য়...!
'আকাশে'।
আমার ডাক শুনতে পাচ্ছ?
'আকাশে - আকাশে - আকাশে'...

পাগলের মত খুঁজছি আকাশ...!

হৃদয়ের কথারা থেমে যায় যেখানে,
চোখ আর রোদের রং থেমে যায়
যে রেখায়
সেখানে আকাশ থাকে;
থাকে না-কী...(?)!