হাঁটি আর দেখি শুধু সবুজ বাহার,
কলা গাছে ঝুলে আছে হলুদ কদলী
কিছু তার ছিঁড়ে সারি দুপুর আহার।
শাবক সাথে দাঁড়ায় হরিণী চিত্রালী
মনের সুখেতে খায় ঘাস আর কলা
হনুমান কেঁদে বলে আহা! সব খালি!
মন ভরে দেখিলাম শাবকের খেলা
ক্ষীণ দুঃখ জাগে বুকে এই ভেবে ভেবে
ফল দিয়ে মরে গাছ তবু করি হেলা!
জীবন জীবের তরে এই খেলা ভবে
ভাবিয়া দেখ মানুষ জীবের নিয়তি
তোমার আমার বেলা বলো কী যে হবে!
বনের গভীরে ডুবে খুঁজে আতিপাতি
বুঝিলাম জগতের স্বভাব প্রকৃতি।