‘হাত মুখ ধুয়ে এসো ঘড়া ভরা জলে,
খাওয়াবো খানা আমি আজ নিজ হাতে
দেখবো কেমনে লুটে বানরের দলে’।
মিনতি তোমার কাছে আমাকে থাকতে
দাও আমার মতন, নিয়োনা বেদন;
প্রকৃতির মনোহর সুখ দাও পেতে!
‘ভুলো কেনো নর-নারী প্রকৃতির দান
রয়েছো বিভোর যেথা ভালোবেসে বেসে
গাছপালা তরুলতা কোথা ব্যবধান’?
‘যত তুমি ঠেলো দূরে আছি আমি পাশে
জেনে রাখো ভালোবাসি তোমাকে অনেক
সুখে দুঃখে দুজনাতে র’বো বন্ধু বেশে’!
নর-নারী ভালোবাসা অনেক ফারাক
প্রকৃতি প্রেমের সাথে কভু হয় না যে এক!