বারো বারোটি বছর পরে
বারো বারোটি বছর ঘুরে
অন্ধকারে ডানা মেলে নেমে এলে
পৃথিবীর’পরে ছোট্ট জলাঙ্গির পারে;
সবুজ ঘাসের গালিচায়
ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে
অজস্র তারা ফুল
দ্বাদশীর চাঁদ খেলিতেছে
মরা শীর্ণ বাঁশবনের মাথায়,
তোমার নিথর চোখ দু’টো চেয়ে আছে
নক্ষত্রের পানে কোটি কোটি
আলোকবর্ষের পথ পেরিয়ে,
তোমার একটা হাত আমার হাতের
মুঠোয়ে ঝুলে আছে শিথিল বন্ধনে!
হিমশীতে জমাট বাঁধা
কার্তিকের ক্ষীণ চাঁদের মতন
তোমার শাদা ঠোঁটজোড়া নৈঃশব্দে
কিছু কী বলতে চায়;
বারো বারোটি বছর পরে
বিস্ময়ের ঘোরে আমার দু’চোখ
তোমার দু’চোখে খুঁজে ফিরে
বারো বারোটি বছর আগেকার দিনটিরে!