একগুচ্ছ রক্তরাঙা গোলাপ পেলে
তুমি যতটুকু পুলকিত
আমি তার চেয়ে বেশি আতঙ্কিত
আমি মানুষের, প্রাণীর রক্তের রঙ
দেখেছি এমনকি মাছেরও
জীবের স্রষ্টা তাঁর সৃষ্টি জীবের
রক্তের রঙে খুশি হন
কতিপয় বন্য মানুষও...
শয়তানের ব্যাপারটা জানি না
লাল-সবুজ পতাকাটা দেখলে
আমার চোখের পাতা ভিজে যায়!
তুমি তো দেখনি ২৫শে মার্চের রাতটা...
পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর সব
বর্বরতার রাতকে ছাপিয়ে যাওয়া একটা রাত!