তুমি যদি বল
এই ঘন বরষায়,
"ওহে যুবক! আমার প্রেমে পড়!"
আমি নির্দ্বিধায় পড়বো তোমার প্রেমে।
তুমি যদি বল
এই তুমুল ঝড়ে,
"ওহে অধৈর্য্য! শান্ত স্থির রও!"
আমি হবো শান্ত সুবোধ।
তুমি যদি বল
এই বারিধারার মধ্যবিরতিতে
"ওহে নিশ্চুপ! জেগে ওঠো!"
আমি গর্জে উঠবো প্রলয় বাঁধিয়ে!
তুমি যদি ডাকো
এই অঝোর বৃষ্টিতে, বলে
চলো, এসো! বৃষ্টিতে ভেজো!
আমি তোমায় জড়িয়ে নিঃসংকোচে ভিজবো।
আর কিছুই যদি তুমি না বল
এমন প্রেম জাগানো বরষায়
তবে আমি বসে থাকবো অনন্তকাল
তোমার বলার অপেক্ষায়!!!