তোমায় ভেবে কত তরুণেরা
বাড়াতে চায় ভালোবাসার হাত!
তোমায় নিয়ে দিবাস্বপ্ন দেখে
কত স্বপ্নবিলাসী সুদর্শন যুবক!
তোমায় ভেবে ক্লান্তিহীন রাত্রি কাটায়
তোমার ক্লাসের সবচেয়ে লাজুক ছেলেটি!
লজ্জায়, জড়তায় বলা হয়না তার মনের কথাটি!
জড়িয়ে যায় তার ঠোঁটের কোণে আবেগের সব কথাগুলি!
অথচ কেউ জানে না
তুমি ভাবো কাকে নিয়ে সারাক্ষণ?
কে তোমার হৃদয়ের স্পন্দন?
কাকে তুমি দিয়েছো তোমার অনন্ত ভালোবাসা?
কার প্রেমে তুমি মিশে গেছো,
হয়েছো তার মাঝে বিলীন?
সবাই জানুক,
সে শুধু আমি!
লোক লোকান্তরে,
গ্রহ গ্রহান্তরে,
নক্ষত্রের মেলায়
আর তারায় তারায়
সকলেই জানুক
সে সৌভাগ্যবান শুধু আমি,
তোমার আমি।