একদা তুমি এসেছিলে এ পটে
ভরিয়ে দিয়েছিলে বাংলা সাহিত্যকে
কানায় কানায়
লিখেছিলে কবিতা, গান, গল্প
বুঝিয়েছিলে প্রকৃতির আহ্বান
নদীর স্রোতের ভাষা,
কাঁদিয়েছিলে তুমি গল্পে
হাসিয়েছিলে তুমি কবিতায়
মাতিয়েছিলে তুমি গানে
ভেবেছিলে জগত সংসার নিয়ে
তালগাছকে করেছিলে বিব্রত
প্রেম করিয়েছিলে কত নর-নারীর
তারা হেসেছে কেঁদেছে
আজও তারা হাসে কাঁদে
আজও তোমার কবিতা গান গল্প
মনকে নাড়া দেয়
কিন্তু আজ তুমি নেই
এখন তোমার পায়ের চিহ্ন পড়েনা এই বাটে
মিটিয়ে দিয়ে দেনা পাওনা
তুমি চলে গেছ
কিন্তু তোমার সোনার ধানে গোলা ভরে রয়েছে
তুমি বলেছিলে মনে না রাখতে
কিন্তু আমরা ভুলে যাইনি
বৈশাখের রুদ্রঝড়ে তোমাকে আমরা স্মরণ করছি
শুভ জন্মদিন রবীন্দ্রনাথ