তোমার ঐ হাসির নাম "মনজুড়ানো হাসি"!
তোমার সে হাসি আমি বড় ভালোবাসী!
যেমনি তোমার মায়াবী মুখ
তেমনি দুষ্ট হাসি,
সে হাসি শুনলে আমার
হৃদয়ে বাজে বাঁশি!
তোমার সুন্দর ঠোঁটে যখন
বল আনন্দের কথা,
তখনি তোমার মুখে ঝড়ে
মিষ্টি হাসির ফোয়াড়া!
তোমার হাসি শুনলে আমার
কমে সকল ব্যাথা!
বলতে বলতে বলে ফেল মনের জমানো কথা
ফাঁক পেলেই হেসে নেও কাজ আমার সারা!
তোমার হাসির শব্দ শুনে
শান্ত হয় মন
কেটে যায় সময় বুঝি না কখন
আসে বিদায়ের ক্ষণ!
হাসি তোমার এমন স্নিগ্ধ যেন বেলী ফুলের ঘ্রাণ
তোমার হাসিতে পাই খুঁজে বেঁচে থাকার প্রাণ!
আমার কথায় হেসো তুমি যত্ত পারো বেশি,
এমনি করেই থাকুক চিরদিন তোমার ঠোঁটে হাসি!