তোমার প্রেমের পরশে
আমি জেগে উঠি বার বার।
তোমার অনুভূতির আবেশে
আমি আবেশে জড়াই বারবার।
তোমার স্বপ্ন আমায়
অনুপ্রেরণা জাগায় বার বার।
তোমার উষ্ণতা আমায়
শিহরিত করে বার বার।
তোমার আবেগ আমাকে
দুর্বল করে বার বার।
তোমার রাগ আমাকে
পোড়ায় বার বার।
তোমার অশ্রু আমাকে
পরাজিত করে বার বার।
তোমার অভিমান আমায়
নাড়া দেয় শতবার।
তোমার অনুপস্থিতি আমায়
নিঃসঙ্গ করে তোলে বার বার।
তোমার ফিরে আসা
আনন্দের সীমাহীন পসরা সাজায়
বারবার।
তোমার প্রেম আমাকে
জয় করে বার বার
হাজার বার.....