আমি বসে আমি তোমার অপেক্ষায়।
কখন আসবে তুমি-
সে প্রতীক্ষায়।
সোনালী রোদ্দুর আছড়ে পড়ছে
আমার শরীরে
ঝলমলে রোদের আভা
শরীরে ছড়িয়ে আরামদায়ক প্রশান্তি!
মাথা উচিয়ে যখন তাকাই
সামনের ঐ পোড়াবাড়ির ছাদের দিকে
তখন দেখতে পাই ডালপালা সাজিয়ে
দাঁড়িয়ে আছে কতগুল বন্যগাছ!
সোনালী রোদ্দুর ভুলেযায় নি তাদেরও!
এথা বসেই আমি দেখতে পাই
সোনালী উষ্ন রোদ আলোয় ভরিয়ে দিয়েছে তাদের
সবুজ আধ-সবুজ পত্র।
ঠিকরে ঠিকরে যেন ছড়িয়ে পড়ছে চারদিকে
পত্র বিকিরত আলোক শোভা!
আলোক পিয়াসী হৃদয় আমায়
কেনইবা তবে বাদ যাবে?
গাছের উজ্জ্বল পাতার আলো তাই
আচমকা আমার মনকেও করে তুলেছে
আলোকিত!
প্রিয়া তুমি জলদি এসো,
তোমাকেও দেখাবো কোলে বসিয়ে আমার
সে অপূর্ব অপার সূর্যালোক!
রোদে ঝলসে গিয়ে দেখবো
দুজনে অপার অসীম সূর্যালোক।