আমার সন্তান!
আমার ছেলে!
বাবা, আর একবার তুমি ছোট হও!
আর একটি বার তোমায় কোলে নেবো দৌড়ে এসে!
বাবা, তুমি আর একবার কেঁদে ওঠো আমায় খুঁজে!
আমি দৌড়ে ছুটে চলে আসবো
তোমার জন্য চকোলেট হাতে নিয়ে!
বাবা, আর একবার তুমি ছোট হও!
তোমায় আমি কাধে করে ঘুরে বেড়াবো!
সারা ঘর, উঠোন আর পাড়াময়!
বাবা, আমার সন্তান!
তুমি আর একবার হয়ে যাও ১ম শ্রেণির ছাত্র!
তোমার ছোট্ট, কোমল হাতটি ধরে
তোমায় নিয়ে আমি স্কুলে যাবো!
আর একবার ছোট্ট হয়ে
তুমি আমার কাছে আবদার করো,
খেলনা গাড়ি কিংবা বন্দুক!
বাবা আর এক বার তুমি ছোট হও
আমি তোমার জন্য পেরেশান হয়ে খুঁজতে চাই তোমার সাইজের জামা!
আর একবার তুমি শিশু হয়ে যাও,
তোমার শৈশবের দেহের মিষ্টি ঘ্রাণ আমি নিতে চাই।
বাবা, ও বাবা!
আমার সন্তান
তুমি আর একবার ছোট্ট হয়ে যাও
আমি সারাদিন পর ফিরে তোমায় নিয়ে
২য় ভাগের সহজ অংক করতে বসবো!
বাবা!
তুমি অন্তত এতটুকু ছোট হও
যাতে আমার কোলে প্রস্রাব করে দিতে পারো অবলীলায় হেসে!
হও না বাবা!
হও।
আমার কাধের চেয়ে উঁচু হয়েছ,
আমার চেয়ে বড় খুশি আর কেউ নয়!
তবুও আরেকবার ছোট হও!
তোমার বাবার আকুতি শোন!
আবার তোমার ছেলেবেলা মাত্র ১ দিনের জন্য ফিরে আসুক!
মাত্র ১ দিনের জন্য!