কখনো প্রখর রোদে ভেজা বৃষ্টি দেখেছো?
দেখেছো মেঘগুলি হারিয়ে পাখি হয়ে যেতে।
সূর্য ছায়ার আড়ালে ঘুমদের মতো লুকিয়ে,
বিচ্ছিন্ন হতে চিরকালের স্নেহময় আকাশ?
শহরের রাস্তায় যখন হাওয়া শূন্য,
তখন উড়তে দেখেছো আনমনা প্রেমিকার চুল?
শেষ রাতে প্রেমের বৃষ্টিকে দেখে কি মনে হয়,
যে সকালের প্রথম বাতাসে আসে সিক্ত বিচ্ছেদ?
তারপর স্মৃতির মেঘে জড়ানো ভাবনা ,
আর কর্ণফুলীর তীরে ডুবন্ত স্বপ্ন কি অদেখাই?