তোমায় যেন দেখিছি কবে।
হয়েছে যুগ অতিক্রম
তোমায় আমি খুজেছি যবে
বিরান মাঠের মতিভ্রম।
পেলাম আমি তোমায় পাশে
ক্রন্দন আর হাহাকার শেষে।
বিষাক্ততায় গিয়ে ভেসে
তোমায় নিয়েই রয়েছি হেসে
মহাকালের এই ক্ষুদ্র ভাজে।
তোমায় নিয়ে স্বপ্ন সাজে
দুঃসহ স্মৃতিদল ফেলে পাছে।
ছিলে আমার হৃদয় মাঝে
সময় ছিলো খুব অল্প
হয়েছিলো তবে কতশত গল্প।
বয়ে গেলো তুমি কেন্দ্রিক সে কাল
তোমায় পেয়ে কষ্টরা হলো বেখেয়াল।
জানা ছিলো ওই আকাশ পাবো না
তাই বলে কি তোমায় চাবো না?
ওই অদৃষ্টের পরিহাসের ঘোরে
হারিয়ে গেলে সেদিন ভোরে।
এদিক জীবিত থেকেও মৃত্যুর সাধ
আর তোমার ছোঁয়া আমার এ কাধ।
তুমি হয়তো হাসবে আবার
আমি স্বপ্ন দেখবো তোমায় পাবার।
ইচ্ছে হয় দেখি, রইবো মোরা দুজন
দীগন্তেরই ওই নীলিমার মাঝে
তুমি আমার, আমি তোমার স্বজন।