তোরা কেবল সদ্য কবি,
আসল কবি তো তারা ।
যারা মেরেছে পরের জন্য,
নিজের প্রাণে তালা ।
সেই বায়ান্নর রাজ পথেতে,
যারা চরেছিল মৃত্যুর রথে ।
মায়ের ভাষায় কথা বলায়,
হয়েছে প্রাণ হারা ।
তোরা তো কেবল সদ্য কবি,
আসল কবি তো তারা ।
একাত্তরের মুক্তিযুদ্ধে যারা,
হয়েছে ঘর ছারা ।
প্রিয় মায়ের মুখপানে চেয়ে,
দেশের জন্য বুকখানি চিরে ।
করেছে শত্রু তারা।
ওরে তারাই তো সেই আসল কবি ।
মোরা এখন ছন্দ হারা।