তারার মেলা বসেছে,
তার মাঝে উকি দিয়ে চাঁদ,
আমায় ডেকে বলছে,
নিরবোধ কাদিস কেন?
তুই কি জানিস যা হারিয়ে কাদিস,
সে আসে সুখে তরে বিনে,
খরার ত্রীবতা থাকে চোখের কোণে,
হয় না বৃষ্টি চোখে।
যখন তর মনে কালো মেঘে ঢাকে,
তখন সে নীল আকাশে মেঘের সাথে করে খেলা,
রাতের আঁধার সরে যখন,
সকালের কুয়াশা মেলে পরশ,
মনে তুলে নতুন শিহরণ,
নতুন আশা,নতুন প্রাণ,নতুন ভালবাসা ।