যুদ্ধ কি শুধু একার ছিল?
একার যুদ্ধ তা ত নিজের সাথে।
নাকি তা ছিল সবার?
ও ছিল দেশের জন্য।
তবে কি যুদ্ধে দেশ শত্রু মুক্ত হয়েছিল?
না সেদিন সব শেষ হয়ে যায়নি,
ছিল কিছু আপন দেশের শকুন,
যারা নর মাংস সেদিন খেয়েছিল,
আজও আছে,নিজের সাথে মিশে।
তবে কি পাব না খুজে তাদের?
সে ত কঠিন কাজ,
হইত রয়ে যাবে নিজের অগোচরে,
তবু থাকতে হবে,
সদা প্রস্তুত যেন দেশের শকুন
যেন পারি তাদের বিতারীত করতে।
তবে আসবে বিজয়,
শেষ হবে যুদ্ধ।