আকাশ দেখলে মন বড় হয়, ধূধূ মাঠে শুয়ে দেখেছি,
ভরা নদীর বুকে নৌকাতে শুয়ে দেখেছি,
কালো রাতের গভীরতায় দেখেছি আকাশের বিশালতা,
মন এখন অনেক বড়ো হয়েছে আমার,
কিন্তু পৃথিবী মনে হয় আকাশ দেখেনা,
খুব ছোট আর সঙ্কীর্ণ হয়ে গেছে সে।
পৃথিবী তুমি আকাশ দেখো।

একদিন আমি থাকবো না,
ওজনের হের ফের,মন্ত্রী আমলাদের মিথ্যা ভাষণ।
অধিকারের দাবীতে রাজপথে নামা প্রজন্মের শ্লোগান,
বিক্রি হওয়া আদালতের বিকৃত রায়,
পাঁচ টাকা ঘুষ না দেয়া রিকশার চাকায় ফুটো হবে
রিকশা চালকের ভাতের পাতিল,
বারুদের, রক্তের, খণ্ডিত শরীরের গন্ধ ছড়াবে ডাস্টবিন গুলো।
বেওয়ারিশ কুকুর আর কাঁকেদের দল আনন্দ করে খেতে থাকবে
ডাস্টবিনে ফেলে যাওয়া জারজ শিশুর অপরিণত শরীর।

আমার দম বন্ধ হতে থাকবে জাহান্নামের কটু গন্ধে।
পিতার হাতে নীরব শিশুর কাঁটা মাথা ঝুলবে বাজারের ব্যাগে,
সাধু পুরুষরা নিষিদ্ধ শরীররের দর কষাকষি করবে অন্ধকারে।
স্কুল পড়ুয়া মেয়েটিকে নারী না হয়ে ওঠার পাঁয়তারা কষবে
কোনো মধ্য বয়সী নেকড়ে,

মৃত্যুর ফেরেস্তা তারা করবে আমার ভীত সন্ত্রস্ত আত্মাকে,
মাদ্রাসার অজু খানায় অপবিত্র হতে থাকবে শিশু হাফেজের দেহ,
ইন্টারনেটে নিষিদ্ধ নগ্নতায় মেতে উঠবে অগণিত নোংরা চোখ,
স্টেশনের ঝুপড়িতে বিশ টাকা হাতে গুঁজে দিয়ে
কাপড় খুলতে থাকবে কোনো কাপড়ের দোকানী,
হস্তমৈথুনের পরিশ্রমের ঘাম ঝরতে থাকবে
কিশোরের দুর্বল হয়ে আসা শরীরের।
পরকীয়ার উন্মত্তায় মিশবে দুটি মাংসাশী শরীর,
গাঁজার ধোঁয়ায় সন্ধ্যা নামবে ঘুপচি গলিতে,

তাবিজ বিক্রেতার আযানের ধ্বনি কল্যানের ডাক ডাকবে প্রতিদিনের নিয়মে,
চলতে থাকবে মানুষ, কুকুরের বা কোনো শরীর খণ্ড বিখন্ড করে আসা ট্রেনের চাকা,
শুধু থমকে গেছি আমি, একা, থেমে গেছে আমার হৃদয়ের সকল সুর,
জীবনের সব আলো মিশেছে অন্ধকারে,
জীবনের সব সাদা এখন কালো, শুধুই কালো।