এক বুক দুঃখ
আছে আমার, কষ্টরা পুঞ্জ মেঘ উড়ায়।
তুমি জানো শিফা, সেদিন
দুজনের কথোপকথন নীল আকাশে উড়েছিল
পাখী হয়ে, ডানা মেলে দিগন্ত ছুয়েছিলো
আমাদের স্বপ্নগুলো, শুভ্র শুভ্র নরম নরম
কাশ দিগন্তে, তোমার আঁচলে
ভালোবাসারা লুটোপুটি খেয়েছিলো
তোমার নরম সদা চঞ্চল অধর পল্লব
ঢেকে দিয়েছিলো আমার সিগারেটের
ধোঁয়ায় কলুষিত ঠোট দু খানি। আজ
নিকোটিনের আচ্ছাদনে ঢেকে যাচ্ছে
চপলা স্বপ্ন গুলো। কেন শিফা?
তুমি কি জানো, তুমি আমার অভ্যাস?
তোমার বলা, তোমার চলা,
হাসি গুলোও আজ ব্যঙ্গ করে আমায়।
প্রানের দেবী ছিলে তুমি আমার,
আমার প্রানের আকুতি বারংবার
তোমার চরণে অর্ঘ হিসেবে দিলাম
গ্রহন করনি, মনে আছে ?
সেদিন যখন আকাশ ভরা মেঘ
বৃষ্টিরা কানাকানি করছিল
আসবে কি না আসবে
তুমি এই নপুংসক সমাজের চোখে
ধুলি ছিটিয়ে এসে বলেছিলে,
নয়ন আজ ঝর হোক আর প্রলয়
আমি তুমি,তুমি আমি বিশ্বময়,
এমনো কি হয়? শিফা
অনেক তো হলো, সময়
আজ তোমার কোলে মাথা রেখে
ঘুমায়, স্বপ্নরা জোনাকীর আলো
ছরায়, আমার দিন আমাকে
ছেড়ে দেয়না সহজে,
রাত্রি গভীর তোমার খোঁজে,
গলির মোড়ে নেড়ি কুত্তারাও
আমায় দেখে করেনা ঘেউ ঘেউ
তারাও জানে এটা নয় অন্য কেউ,
চিনলে না তুমি, বুঝলে না আমায়
একটুও, একবুক দুঃখ আর এক আকাশ
কষ্টের মেঘ উড়িয়ে চলে গেছো দুরে।
ভালো থেকো শিফা, ভালো থাক তোমার
নতুন কুরী মেলা স্বপ্নগুলো।