একটু জায়গা দেবে আমায়,
তোমার নরম মাংসল বুকের গভীরে,
যেখানে মন থাকে, তার এক কোণে,
কথা দিচ্ছি চুপটি করে থাকবো,
করবো না কোলাহল। তুমি যখন নূপুর পায়ে
ছন্দ তুলে পেখম মেলে নাচবে, কথা দিচ্ছি
অসার থাকবো। থাকবে যখন নীরব তুমি,
গভীর ধ্যানে মগ্ন আমি আকন্ঠ পান করবো
তোমার নীরবতা।করবো না কথার খেলাপ কখনো,
যখন তোমার অশ্রু শিশির হয়ে ঝরবে,
আমার সমস্ত আনন্দ, খুশী তোমাকে
উজার করে দিয়ে, মিশে যাবো
ঝরে পরা শিশির কনার সাথে,মিশে যাব তোমার
ব্যথা মাঝে। কথা দিচ্ছি; তৃষ্ণার্ত তুমি যখন
আকন্ঠ ডুবে যেতে চাইবে কারো ভালোবাসায়,
বিশ্বাস করো, কামনা হয়ে তোমার রন্ধ্রে রন্ধ্রে
মিশে যাবো, থামবো না, যতক্ষণ তুমি পরিতৃপ্তির
নিশ্বাস না ফেলবে। কথা দিচ্ছি; গ্রীষ্মের পাথর পোড়া
রৌদ্র দাহে যখন তোমার চিবুক বেয়ে বিন্দু বিন্দু ঘাম
নেমে যাবে নিটল বক্ষদেশ হয়ে নিচের দিকে,
একরাশ শীতলতা ছড়িয়ে দেবো তোমার শরীর জুড়ে।
কথার খেলাপ করবো না কখনো; বিশ্বাস করতে পারও,
বিষাদের সাগর পারে যখন তোমার একাকীত্বরা পায়চারী
করবে,তখন আমি পৃথিবীর সমস্ত সম্পর্কের
স্টেপ্লার পিন খুলে ফেলে মিশে যাবো তোমার আত্মাতে।
জানি আমি, অসহায় তুমি ছাড়া আমি,
তুমি না থাকলে আমিও নাই। তাই তোমাকে
আশ্বাস দিচ্ছি তোমার হয়ে থাকবো। কথা দিচ্ছি,
আমি করবো না কথার খেলাপ কখনো।