অপেক্ষার পাহাড়টা না হয় আমারই থাক,
তুমি সময়ের জলতরঙ্গে ভেসে যেও।
আমার ভালোবাসারা বোবাই থাক,
ঝঙ্কৃত স্বপ্নগুলো না হয় তুমিই নিও,
সময়ের বলি কাষ্ঠে না হয় আমিই যাবো,
হৃদয়ের স্খলিত রুধির নৈবেদ্য তোমাকেই দেবো।
আমার অর্ঘ তোমার চৌকাঠ পায়না, নাই বা পাক,
সকলের পূজার থালা তোমার চরণেই যাক।
পৃথিবীর সকল আধার শুষে নিয়ে এক পৃথিবী আলো,
তোমারেই করিব দান, পূজার দীপ ভেবে জ্বেলো।
বিদ্রুপের নগ্নতায় ঢাকুক আমার সহিষ্ণু মন
গৌরবান্বিত হও তুমি, হোক ভক্ত অগণন।
সকল শিশুর ক্রন্দন ধ্বনি আমার কানে বাজুক,
সুখের সুরের আবেশ ধ্বনি তোমারে জড়ায়ে থাকুক।
আমার কুটিরে যদি নাই পরে তব মোহন ছায়া,
যাচনা আমার সৃজগো এমন মায়া,
যে মায়ার আলোক ধারায় অবগাহন করে,
সকল ব্যথিত প্রান, প্রেমিক নারী নরে।