যদি বলি চলো, হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজি, ভিজবে?
অবিশ্রান্ত বৃষ্টি তোমাকে দেবো,
যদি বলি চলো, সাথে সাথ দিয়ে পথে হাটি, হাঁটবে?
নতুন এক পথের সৃষ্টি করবো,
যদি বলি চলো, একসাথে গান গাই, গাইবে?
মোহন সুরের উন্মাদনায় ভুবন মাতাবো,
আজকে যদি আকাশ ডাকে তুমি শুনবে?
মেঘের সুরে ডাকবো তোমায়,
ময়ূর যদি পেখম মেলে, তুমি নাচবে?
নূপুর হয়ে সাজবো তোমার পায়,
ভ্রমর যদি গুনগুনিয়ে গায়, তুমি সুর মেলাবে?
ভ্রমর হয়ে আসবো কাছে,
যদি গোলাপ টি আজ ঝরে যায়, কাঁদবে?
ঝরবো আমি শুকনো পাতায়,
বর্ষা যদি অঝোর কাঁদে, তুমি বুঝবে?
বর্ষা আমার চোখের কোনায়,
দিনের আলো নিভে যদি যায়, আলো জ্বালবে?
রাত্রি আমার দোর গোরায়।
হয়তো আমি নিভে যাবো আকাশ ভরা তারায়,
তুমি খুঁজবে?
নাকি চিনিনা বলে মুখ ঘুরিয়ে দেখবে শুকতারায়?
যে দিকেই চাওনা কেন তুমি নিজের খেয়ালে,
মিট মিটি দেখবো আমি আমার খেয়ালে।