ইতিহাস সাক্ষী, এই আকাশ সাক্ষী,
বাতাস সাক্ষী, এই বিশাল সাগর সাক্ষী,
আমি কোন বিশিষ্ট কবি নই মনা,
আমি ধরণীর চোরাবালিতে হেঁটে চলা;
দৃপ্ত শপথে হামাগুড়ি দেওয়া এক সাহসী বুক;
পৃথিবীর বুকে তিমির হননের এক জ্বলন্ত অগ্নিমুখ;
আমি অপরিচিত এক আগুন্তুক।

আমি বিস্ফোরণে ছিন্ন করি দুঃখ মা'র বুক,
ধরার মাঝে খোঁজি না অন্য কোন সুখ।
বিশ্বাস করো, আমি নই মেদনীর বুকে চিরস্থাবর,
হেথা স্থির পদে চলা এক দৃঢ় পণা যাযাবর।

পৃথিবীর রূপের অমৃত সুধায় ভরে মোর বুক,
আমি নই পৃথিবীর নন্দিত কোনো লোক।

ক্ষণিকের অতিথিরূপে মোর আগমন হেন,
বিলিন হবো কোন একদিন ভুলো না যেন,
মাঝে কিছু কাল করবো বিলাপ
ফিরবো শেষে অচিন কোনো দেশে
হারাবো চিরতরে অপূর্ণ বাসনা রেখে।

হে বন্ধু, দৃঢ়তার সনেই বলছি শোন,
ভেবো না আমার সরলতাই দুর্বলতা কোন!
ভবে সত্যকে দমনের পাষাণ্ড পীড়ন,
প্রতিহত করবো তবু হলেও মরণ।

জগতে ক্ষণিকের যাযাবরের মোহ কেন এত?
ইতিহাস সাক্ষী, সত্যকে বাঁচাতে জীবন দিলো অগণিত।
                @@@
রচনাকালঃ ২৮/০৮/২০১৭ইং, সোমবার, ফকিরের বাজার।