প্রেয়সীরা স্বপ্নে আসে,
মেঘ-বাতাসে উড়ে,
মাঝে মাঝে বৃষ্টি হয়ে
ভূমির উপর ঝরে,
দেখতে থাকো দূরে বসে
ধরতে শুধু মানা,
ভাব শুধু উদাস মনে
বাস্তবেতে আর হবে না
কল্পলোকে সব হবে ভাই
দিব্যলোকে ছাই।
আজো আমি খোঁজে ফিরি রঙিন দুনিয়ায়
হারানো সেই রংটা আমার কোথায় পাওয়া যায়?
@@@
রচনাকালঃ ০৭/০৭/১৭ইং, শুক্রবার, নিজবাড়ী।