এ বিশ্বের কোনো সৃষ্টিই নয় অনাসৃষ্টি,
এ যে মহান ঈশ্বরের করুণার দৃষ্টি।
করিলে সৃজন কত যে ভুবন, কত যে কৃষ্টি,
জগতের তরে হেরিতে মানবের তুষ্টি।
ঝুরি ঝুরি বৃষ্টি তার এক অপরুপ সাজ,
রুনুঝুনু রুনুঝুনু বাজে যেন নিক্কনের রাগ।
ছন্দের তালে তালে প্রকৃতি ভিজে শুদ্ধ হয় ধরা,
উত্তপ্ত-শুষ্ক মরুতে সঞ্চয় করে রস-ভাবধারা।
জগতে মানবের শুষ্ক হৃদয় ঝুরি ঝুরি বৃষ্টিতে ভিজে
শত রকমের অনুভূতিতে, অনুভবে, স্মৃতিতে হারাবে।
কতো জনে রঙিন স্বপ্ন বুনে দিন গুনে গুনে,
ঝুরি ঝুরি বৃষ্টিতে আন্দোলিত মন জনে জনে।
ক্লান্তিহীন উদ্যমতার জোয়ার,
খুলবে কতো বন্ধ দুয়ার।
আজি ঝুরি ঝুরি বৃষ্টি আসুক,
ছন্দ তালে মানব মন নাচুক।
@@@
রচনাকালঃ ১২/০৭/১৭ইং, বুধবার, নিজবাড়ী।