কোথা থেকে আসে ভাব?
কোথা যে হারায়!
কোথা হতে জাগে রস?
কোথা যে ভাসায়!
হাওয়া থেকে আসে বাণী,
হাওয়াতে মিলায়;
ধরিতে যবে যাই তারে,
গান, গল্প, কবিতা হয়ে যায়।

কোথা হতে আসে ছন্দ,উপমা?
কোথা হতে আসে অলংকার,তুলনা!
কোথা হতে বাজে ধবনি-দ্যোতনা?
কোথা হতে জাগায় কাব্য ব্যঞ্জনা!
ভাবিতে যবে যাই তারে,
সীমানা খোঁজে পাই না।
কে দিল অদৃশ্য বীণাতে সুর?
তাঁকে তো দেখি না!

              @@@
রচনাকালঃ ০৫/০৪/২০১৭ইং (বুধবার), স্কুলে বসে।