প্রজাপতি,প্রজাপতি, তুমি সৌভাগ্যবান ভাই,
তোমার মত রঙিন পাখা কোথায় বল পাই?
ফুলে ফুলে উড়ে বেড়াও পাখা দু'টি মেলে,
নীরব দৃষ্টিতে দেখি তোমায় খেয়ালে।
তোমার মত যদি পেতাম পাখা,
মক্কা-মদিনা যেতাম আমি দেখা।
দেখতাম আমি পাক-পবিত্র রহমতেরি স্থান,
হাসিমুখে নবীর পথে দিয়ে যেতাম প্রাণ।
প্রজাপতি ভাই, প্রজাপতি ভাই, একটি কথা শুন,
আমায় তুমি মক্কা-মদিনায় উড়ে নিয়ে চল।
@@@
রচনাকাল:২৬।০৬।২০০১ ইং (মঙ্গল বার),
নিজ বাড়ী।