"আমি অশ্রাব্য ভাষায় কথা বলি,
অশালীন আচরণ করি,
আমি পৃথিবীর জঞ্জাল বয়ে বেড়াই-
আপনার কাধেঁ।
আমি সহস্র পাপের বোঝা মাথায় নিয়ে
ঘুরে বেড়াই-
জানোয়ার বেশে,পশুর স্বভাব নিয়ে।
আমি নির্মম,নিষ্ঠুর,কসাই,
আমি পদে পদে হনন করি
বিশ্বমাতার শান্তি-কল্যাণ।
ইতিহাস বিনষ্টকরণে আমার নেই কোন সন্তাপ;
আমি কোটি মানুষের অভিশাপ।
আমার কাছে নেই কোন ন্যায়-অন্যায়;
আমি বিশ্বের এক কালো অধ্যায়।
আমি অধমের অধম,
আমি অমানুষ,নিকৃষ্ট পশুর মতন।
আমি অন্যের অধিকার করি হনন।
আমি লোভী চুরি করি অন্যের ধন।
আমি অত্যাচারী,মানব হত্যা করি কারণে-অকারণে।
আমি চরিত্রহীন,অসভ্য,ইতর এক প্রাণি।
আমি ডাস্টবিনের চাইতেও নিকৃষ্ট এক জীব।
আমার রাজ্যে আমিই অদ্বিতীয়।"
@
এই বিকৃত এবং নিকৃষ্ট 'আমি'কে মানুষ যেদিন ত্যাগ করবে সেদিন থেকেই দেশেরকল্যাণ শুরু
@
পৃথিবীর এই জঞ্জাল "আমি"কে শুধরাতে পারিনি ভাই-
তবু এ ধরাকে বসবাস উপযোগী করে যেতে চাই;
পরবর্তী প্রজন্মের কাছে মোর র'ল নিবেদন_
পৃথিবীর উক্ত জঞ্জাল "আমি"কে বদলে,দিও_
মানব কল্যাণে নিবেদিত_
এক নতুন "আমি"র,এক নতুন পৃথিবীর।
দূর করে পৃথিবীর সব জঞ্জাল
এ ধরা ভরে দিও শান্তি আর কল্যাণে।
...আজ তাই আমাদের অসমাপ্ত কাজের ভার,
নবজাতকের কাছে রেখে গেলাম।