হৃদয়ে ভালবাসা বলে যদি কিছু থেকে থাকে
সবকিছু মুছে ফেলেছি, স্মৃতিরমালা ছিঁড়ে ফেলেছি,
প্রেম বলে যদি কিছু ফোটে থাকে
নদীর জোয়ারে ভাসিয়ে দিয়েছি।
বিরহ বলে যদি কিছু থেকে থাকে
বৃষ্টিতে ঝরিয়ে দিয়েছি,
আত্মার সম্পর্ক বলে যদি কিছু থাকে
কোন অজানা পথে হারিয়ে ফেলেছি।
স্বপ্ন বলে যদি কিছু থেকে থাকে
কাঁচের মতই চূর্ণ-বিচূর্ণ করে ভেঙ্গে ফেলেছি।
মন বলে যদি কিছু থেকে থাকে
মহাপ্লাবনে মিশে গেছে,
আশা বলে যদি কিছু থাকে
মরুভূমির মতই শুকিয়ে গেছে,
নয়ন বলে যদি কিছু থাকে
অন্ধ হয়ে গেছে।
বিবেক বলে যদি কিছু থাকে
মৃত্যু ঘটেছে,
জীবন বলে যদি কিছু থেকে থাকে
মরণ ইস্টিশনে হারিয়ে গেছে।
@@@
রচনাকাল:২২।০৫।২০০০ ইং(সোমবার) নিজ বাড়ী।