এ জগতটা হচ্ছে বোধ হয়
অপরাধের কারখানা
শহর কিংবা গ্রাম বল
সব খানেতেই পাই তার নিশানা।
সমাজ-সংসারে পূণ্যবানে পায় না ভক্তি
সৎকর্মকে নষ্ট করে দজ্জালের অপশক্তি।
অপরাধীরা আজি কৌশলে বাঁচে,
সৎ পথের পথিকের মজা লুটে।
চারিদিকে শুনি কেবল উত্তেজনার গ্লানি,
বিমূর্ষ চিত্ত বারংবার বিবেকের দংশনে পুড়ি।
আজি সত্যের বাণী কেঁদে মরে শূন্যে,
দূষিত বাতাসেরা জং ধরায় পূণ্যে।
যুগের অসুস্থ প্রবাহ প্রতিযোগিতায় নিত্য,
সৎ নীতি করছে ভস্ম অনল দহনে ক্রমাগত।
শুদ্ধতার বাণী আজি স্তম্ভিত,
স্বার্থের দ্বন্দ্বে বিশ্ব পরাভূত।
জগত ধূলায় ধূসরিত বিবেকের গড়াগড়ি,
পাবে না মুক্তি সুস্থ মানব জাতি!
অসুস্থ চিন্তার শৃকলে আষ্টেপৃষ্ঠে বাঁধা,
বিশ্ব বিবেকের স্বাধীনতা।
@@@
রচনাকালঃ ২৬/০৮/১৭ ইং, শনিবার, ফকিরের বাজার।