ছন্দ বিন্যাসঃ মাত্রাবৃত্ত
পর্ব বিন্যাসঃ ৬+৬+৬
নেপথ্যে কেহ বাড়াইয়া মোহ
চুম্বক সম,
মোহিনীর সুরে গুঞ্জন জোরে
গগনের সম।
নিক্কণ বাজে বেণুকার রাগে
গহীন ধ্বনি,
রুপের ঝলকে নেত্রে' পলকে
সন্ধির ঋণী।
জ্ঞান পুঞ্জে মন কুঞ্জে
হৃদ-বীণা শূ'ন্য,
মুচকি হাসিতে কেশর ভাসিছে
দৃষ্টিতে ধ'ন্য।
ঝুমকোর দোলে লতিকার মূলে
আন্দোলিত হিয়া,
চিবুকের নিচে মুখাবয়বে সে
যা- অতুলনীয়া।
মুক্তো' দন্তে চেহারা' মন্ত্রে
লজ্জাবতী' মতো,
নাসিকা গড়নে নেত্র বরণে
আকর্ষণ যত।
বির বির পদে ধীর ধীর হৃদে
চলার ধরণে,
মিষ্ট কথায় জগত ভুলায়
খোলা আবরণে।
অপ্সরী নামে নশ্বর ধামে
পুলকিত মন,
নাবিকের নেশা হারাই'ছে দিশা
অজানা গমন।
দিবস-যামিনী জাগিছে মোহিনী
জাগুন প্রহরী,
কালের স্মৃতি বাড়াই'ছে প্রীতি
যুগের মুহুরী।
মর্মের বাণী টুঁটিছে যেমনি
গহীন ধ্বনি,
কাল-পাল ভেদে হৃদ্যতা' ফাঁদে
রুদ্ধ ধমনী।
শ'কাল পুরানো গহীনে মুড়ানো
স্তব্ধ বাণী,
রস সঞ্চারে বোধনে' ঝংকারে
তুলে তোপ ধ'নি।
বড় বাঁধা ডিঙে উঠিছে তুঙ্গে
গহীন শব্দ,
কলমে' ডগায় শিল্পী' ছোঁয়ায়
হই'ছে জব্দ।
@@@
রচনাকালঃ ০২.১২.২০১৮, রবিবার, ফকিরের বাজার, ১৯ঃ০০ ঘটিকা।