সত্যকে উপেক্ষা করি মিথ্যার জয়,
ন্যায়কে অবজ্ঞা করি অন্যায়ের বিজয়_
স্বজনপ্রীতি যে সমাজপতির শ্বাশ্বত বাণী,
ঘৃণা করি তারে,অন্তর ভরে_ নিকৃষ্ট সে প্রাণি।
মেনো না সে বিচার_
যে বিচারে_
শুদ্ধাচারীর বিবেক দংশন করে বারংবার,
যে বিচারে_ বিনা অপরাধীর অন্তর পুড়ে ছারখার,
যে বিচারে_ সত্যের উপর নেমে আসে করাঘাত,
যে বিচারে_ ন্যায়ের বাণী করে হাহাকার;
মেনো না সে বিচার_ ।
সত্যের পূজারীকে অবমাননা করি,
বিচারকার্য চালায় কোন সে অবিচারী!
জিব টেনে ধর তার,
পদাঘাতে গদি কর চুরমার,
ধিক্কার জানাও, লাঞ্চিত কর তারে,
টেনে হিছঁড়ে তারে, নিয়ে এস জনতার কাতারে;
কে দিয়েছে তারে বিচারের মহৎ কাজ?
সে'ত অবিচারী, শয়তান, বজ্জাত!
বলিষ্ঠ কন্ঠে উচ্চারণ কর তোমার বেদনার বাণী,
প্রকম্পিত কর সপ্ত আসমান ছেদি_
বিচার নামের সেই প্রহসনের গ্লানি;
আর্তনাদে ভূলুণ্ঠিত কর অবিচারীর কারসাজি।
সত্যের ও ন্যায়ের উপেক্ষিত বিচার,
আল্লাহ্ বিরোধী  প্রহসনের কাজ।
      @@@
রচনাকাল:২৬।০৬।১৬ইং(রবিবার) বিকাল:০৫:০০