নতুন বর্ষ আনুক বয়ে
ভালবাসার স্বপ্ন লয়ে
আনন্দেরি বন্যা হয়ে
ধনী গরিব সবার মাঝে,
বৈশাখেরই আশির্বাদে
দুঃখ যদি সবার গোছে;
মন্দ কি ভাই,
দ্বন্দ্বতো নাই-
দুঃখী মানুষ হাসবে সুখে,
কষ্ট রবে না বুকের মাঝে।।
বৈশাখী উত্সবে আজ
যা দেখেছি কারুকাজ,
যদি তার-ই অংশ বিশেষ
ওদের পিছে করি শেষ,
লাভ বিনে তো লস হবে না!
মিছে কেন কর রে ভাই, তালবাহানা।।
নিজের সুখটাই ভাবছ বেশি,
অন্যদেরটা শোষছে পেশি;
করছ শুধু না-না-মা-না,
তা হবে না, তা হবে না।
নতুন বর্ষে হবে বদল-
তোমার সাথে আমার করতল।
ভাবছ কেন মিছে!
হাটছ কেন পিছে!
গত বছর সব নিয়েছ,
মহাসুখেই গা ভাসিয়েছ;
হিসেব নিব, সুখ লুটেরা তোমা থেকে-
কতজনের স্বপ্ন কেড়ে,
কত বৈশাখের আনন্দ মেড়ে,
হয়েছ তুমি আলিশান!
এ বৈশাখেই করতে হবে-
সে ঋণের অবসান।।
@@@#@@@
রচনাকালঃ ১৪/০৪/২০১৭ইং (শুক্রবার), নিজবাড়ী।
দুপুর ০২:০০টা।