পুড়াতে চেয়েছি কাউকে অন্তর্দহনে
পারিনি শুধু বিবেকের আহ্বানে।
কষ্টটা ভাগ করে নেব বলে-
জ্বালাতে চেয়েছি কাউকে আমার দহনে,
বারবার ব্যর্থ হয়েছি ভালোবাসার টানে,
নিজেকে পুড়ানোতেই বরঞ্চ বেশি সুখ লাগে।
ভালোবাসার অনলে পুড়ে পুড়ে নিঃস্ব জীবনটাই,
তবুও তার দুঃখ ভুলাতে বিলাই অবশিষ্ট সুখটাই।
কাউকে দুঃখের ভার বুঝাতে গিয়ে অহর্নিশ দুঃখের বোঝা বয়ে বেড়াই,
অন্তর্দহনে শুধু নিজেকে নিরবে পুড়ে পুড়ে করে যাই ছাই।
কোন অদৃশ্য চেতনায়? খেই হারিয়ে যায়!!
তবে কি এ হৃদয় আজো তার ভালোবাসা চায়?
নিজবাড়ী, সোমবার, ৩০/১১/২০২০, ১০:৪১ pm