বাগানের নানা গাছে,
নানা ফুল ফোটে,
সুবাসের গুণ ধরে,
নানা নামে রটে।।

এক ফুলে হয় না সব,
নানা কাজে নানা ফুল লাগে
তব তারা এক সাথে বাগানেতে থাকে,
সৌরভ ছড়িয়ে দেয় বাড়িয়ে অলির রব।।

@@
রচনাকালঃ ২৭/০৬/১৭ইং, মঙ্গলবার, নিজবাড়ি।