মৃত্যুর আগ মুহূর্তেও থাকতে হবে শিক্ষায়,
জগতটা তৈরি রে ভাই এমন মধুর দীক্ষায়।
গলাবাজি, বাহাদুরি যা কর ভাই ভবে,
সবি তোমার লুপ্ত হবে যদি না কর ভেবে।
জ্ঞানের আলোয় গড়ো জীবন পাপ-পূর্ন্য ভেবে,
সুখ-শান্তির ছন্দ আসবে মধুর জীবনে।

পথ হারানো সেতো কোনো বুদ্ধিমানের কাজ নয়,
হারানো পথ খোঁজে পাওয়া সময়েরও অপচয়।
থাকতে সময় হিসেব করো জীবনের সব বিষয়,
নয়তো জীবন হবে ব্যয় নষ্ট পথে অতিশয়।

সমাজটাতো নয় রে কিছু মানুষইতো সব,
মিথ্যার পিছে ছুটে সবে বিবেক করছে লোপ।

রঙে ভরা এই দুনিয়ায় সবে
রঙীন জীবন কাটাতে চায় ভবে,
থাকবে নারে রঙ নিশানা বিলিন হবে সবি,
পুড়তে পুড়তেই মানব জীবন হবে খাঁটি,
দেখবে শেষে জীবনটা এক সাদা-কালো ছবি,
বাস্তবতার চিত্র আকঁল অখ্যাত এক কবি।

       @@@
রচনাকালঃ ১৬/০৭/১৭ইং, রবিবার, নিজবাড়ী।