আমি চোখের সামনে পর্দা দিয়েছি দেখিনা মন্দ কিছু,
সব দেখেও না দেখার ভান ভয় নিয়েছে আমার পিছু।
আজো অবুঝ শিশু ধর্ষিত হয় বুড়ো হায়েনার লোভে,
মাঝ বয়সী জননী তবু বাদ পড়েনি ক্ষোভে।
আমার বিবেক আছে বন্ধক তাই নির্বোধ হয়ে রই,
আমি সব বুঝেও চুপ থাকি আজ স্বাধীনতা গেলো কই?
আমি নির্বাক হয়ে রই,
কি দরকার হৈচৈ
তারা নয়তো আমার আপন
তবে কাঁদবে কেন মন!
শুধু নিজের ভাল বুঝি
তাই আর কিছু না খুঁজি।
আমার মুখে পরানো শিকল যেন লোহার খাঁচায় বন্দি
আছে দানা পানি শত নিয়ম নেই মুক্তির কোন ফন্দি।
আজো শ্রমিক হয় লাশ শুধু অধিকারের জন্য
যাদের ঘামে আছি আরামে তারাই নিছক পন্য
আমার ভয় করেছে জয় তাই বোবা হয়ে রই
আমি নির্বোধ হয়ে রই
বলো পালাবার পথ কই।
আমার শেখানো সব বুলি
যেন তোতা হয়ে শুধু বলি।
আমার কানে শত তুলো বুজেছি তাই শুনিনা কোন ক্রন্দন
কত ঘরহীন আজো পথে ঘুমায় তবু পাই না তার স্পন্দন।
আমার নিজের ভারে মাথা নুয়েছে রোহিঙ্গা তবু ঘাড়ে
বিশ্ববাসি নিস্ফল আজ মানবতা কেঁদে মরে।
আমার ঘরে জ্বালা বাইরে পোড়া কার কাছে তা কই?
বিবেক দংশায় নিত্যদিনে যাচ্ছি তবু সই
আমি নির্বোধ হয়ে রই
দেখি চারিদিক রৈ রৈ
শুধু নিজের খেয়াল খুশি
যাই মন পিঞ্জরে পুশি।