৫৬ হাজার বর্গ মাইল আজ ছেয়ে গেছে বিষাদে
ব্যথিত হৃদয় যেন মুমূর্ষু রুদ্ধশ্বাসে
সর্বংসহা এই আমি আজ জীবন্মৃত
তাই উদ্বাস্তু হব, শ্বাপদসংকুলে যাব
তবু আবরারের বাঁচার আকুতি কানে না শুনিবো
আমি নির্বাসনে যাব।

নিরিন্দ্রিয় জাতি কত হারিয়ে চলেছে মান
বাকস্বাধীনতার স্বাদ পেতে অকালে হারালে প্রান
প্রশ্নবিদ্ধ হল স্বাধীনতা
আসলেই কি স্বাধীন আমরা?
পরাধীনতার গ্লানি ঘুঁচাতে না জানি
কোন কালেই কি স্বাধীন ছিলাম আমি
জানে শুধু অন্তর্যামী!
হাভাতে নয় কন্ঠরোধের মৃত্যু বড়ই মর্মস্পর্শী
কত কোরবান দেখেছে চুপি যত অক্ষম নক্ষত্র আর শশী
স্বাধীনতা, তুমিই বাঁচ তোমাকে নিয়ে
আর আমি যাব নির্বাসনে।

সাগর, রুনীর খুনি আজো ধরা পড়েনি
বিশ্বজিতের খুনি ফাঁসির মালাও পরেনি
নুসরাত, তনু আজ হারিয়েছে তোমার ভিড়ে
তুমিও হারাবে ঠিকি সময়ের কাল স্রোতে!
তবুও বলি
অনুক্ত সত্যের
তুমি বীর, তুমি চির মৃত্যুঞ্জয়ী
তুমি রবে বাংলার মানচিত্রের আদ্যোপান্তে
আর আমি যাব নির্বাসনে।