একুশ মানে
স্বাধিকার, কন্ঠরোধী বিষবৃক্ষ তুলে
ছিনিয়ে আনা মায়ের ভাষা।

একুশ মানে
কাব্য, রক্তিম কালিতে লেখা অমৃত উক্তি
২১ মানে সঞ্চিত মনে অসীম শক্তি।

একুশ মানে
তাজা প্রাণ থেকে বয়ে চলা রক্ত গঙ্গা
সরব হৃদপিণ্ডের হিমোগ্লোবিন ছড়িয়ে ধীরে ধীরে নিস্তেজ হওয়া।

একুশ মানে
১৪৪ ধারাকে মাড়িয়ে রাজ পথে হুঙ্কার ছাড়া
প্রাণের ভাষা বাংলাকে সারা বিশ্বে উঁচিয়ে ধরা।

একুশ মানে
বেদনা, লুকিয়ে থাকা সাহস
২১ মানে বুক ফুলিয়ে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া।