বাজার গেলে প্রেশার বাড়ে জিনিসপত্রের দামে
তেলের দাম শুনে আমার মাথা ভিজে ঘামে।
ভাত খাব, না ডাল খাব ভাবি শুধু তাই
গরুর মাংসের দাম জেনে পিছন ফিরে যাই।
চালের এমন উল্টো চালে চুল পড়ে যায় অকালে
দ্রব্যমূল্যের ঊর্ধগতি খবর দেখি সকালে।
কাঁচা বাজার করতে গেলেই বুঝি আমি সিঙ্গাপুরে
সবজি ডালে উদর পুরে নিয়মিত দুপুরে।
শাক, মাছ ফরমালিনে থাকে কচি তাজা
বেগুন পুড়ে ভর্তা চলে হয়না তেলে ভাজা।
বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া সবি বাড়ে যতনে
সংসারের খরচ যত চলে নাতো বেতনে।
সামনে আরও বাড়বে নাকি গ্যাস, পানির বিল
নেত্রিবৃন্দের নাইতো কোন কথায় কাজের মিল।
দাম বাড়ুক নিত্যদিনে কি আসে যায়
রাত পোহালেই বাড়ছে আমার মাথা পিছু আয়।