অধুনা ধরণীর অদূরে আমি
নিজেকে হারাই স্বপ্নালোকে
কখনো বা ভায়োলিনের কোন করুণ সুরে।
বৃত্তের মাঝে বিন্দু খুঁজি লুকিয়ে অতল সিন্ধু তলে
ঠাঁইয়ের আশায় ভরসা করি ক্ষুদ্র কোন তৃণমূলে।
রিদম ভুলে বেতালে সুর মেলেনা অন্তরাতে
দিন ফুরালে সন্ধ্যা শেষে হয়ে যাই একলা আমি!
ভোলা মন দুঃখ ছুঁয়ে, বসন্ত দূত ভুলেছে
আরো ভুলেছে পাপড়ির যত রঙ,
হলুদ আভার মর্ম নেই জানা
হেমন্ত নাকি বসন্ত তাও জানি না।
শুধু জানি, এ বসন্ত আমার না!
নিঃশব্দে নিভৃতে
কেটে গেছে সাতাশ বসন্ত
একা, শুধুই একা...
অবচেতনে
নরম আঙুল ছুঁয়ে পাড়াবো সীমাহীন দিগন্ত।