দেখেছিলাম তোমায় এক চাঁদনী রাতে,
তারপর নেই ঘুম আমার এই আঁখিপাতে।
কুয়াশা আর শিশির ভেজা সবুজ সকালে,
তোমার অপূর্ব রূপে আমায় মাতালে।
দেখে তোমার ওই কাজল কালো আঁখি,
উড়ে গেছে আমার মনের খাঁচার প্রাণপাখি।
যখন তাকাও আমার দিকে স্পন্দন বাড়ে আমার,
কি জাদু আছে ওই নয়নে তোমার।
সকালের আলোয় শিশিরে নাচছে ময়ূর পাখি,
তার ওই ডানার মতো তোমার দুটি আঁখি।
চাঁদের মতো তোমার ওই মিষ্টি হাসি,
যা দেখে হয়েছি তোমার প্রেমের পিপাসি।
হবে কবে মনের মিলন তোমার ও আমার,
আমার মন ব্যাকুল হচ্ছে তোমাকে পাবার।
তুমি পাশে থাকলে সব বাধা জয় করবো আমি,
চাঁদ মাটিতে এনে দেবো সঙ্গে থাকলে তুমি।।