মন আমার হারালো চিন্তার মাঝখানে,
কোথায় সে ছুটছে কে বা তা জানে।
তাকাই আমি যখন তোমার ওই দুচোখে,
তখন চঞ্চলতা বেড়ে যায় আমার এ বুকে।
হয়েছে আমার এ প্রথম অনুভব,
তোমার জন্য করতে রাজি আছি সব।
আমার মন তোমার কাছে বুঝতে ছিল বাকি,
যখন ছিলাম তুমি ও আমি একাকী।
বুঝতে পারলাম সব সেদিন প্রাতে,
দেখে তোমায় সেদিন সেই চাঁদনী রাতে।