তোমাকে ছেড়ে আমি খুব কষ্টে আছি,
তোমাকে একপলক না দেখে কেমন করে বাঁচি।
তোমায় না দেখে নিজেকে খুব লাগছে একা,
কবে আসবে সেই দিন যেদিন হবে আমাদের দেখা।
তুমি আমার সামনে আসলে আমি হবো মাতোয়ারা,
আমাদের জীবনে তখন আসবে খুশির ফোয়ারা।
তোমায় ছেড়ে আমার মন থাকেনা একটুও ভালো,
তুমিই তো আমার সেই মিষ্টি চাঁদের আলো।
দুপুরের কোমল রোদে দেখবো তোমার মিষ্টি মুখ,
পাবো কি আমরা একসাথে থাকার সুখ?