আমার জন্ম, জন্মেরও আগে হলেও,
নামকরন খুব তৎকালীন।
গ্রহের কক্ষপথ, সমুদ্রপথ, নদীর নদীপথ থেকে শুরু করে
পশু, মানুষ পা পায়ে একলা আমার চলা।
ইতিহাসেরও একটা ইতিহাস থাকে; তারও আগে আমি
ছিলাম, তবে খামখেয়ালী।
ইতিহাস এল, আমার চলার পথ স্থির হল
দেওয়া হল আকার, নাম...
আজ নগর থেকে বন্দর যাবার প্রতীকী আমি
অবলম্বন আমি।
ধ্বংসস্তূপের নীচে, ইতিহাসের নীচে আজও আমি
চাপা পড়ে চলছি।
আমার খাঁজে ভাঁজে তোমরা বানিয়েছ উদ্বৃত্ত দিয়ে
শহীদ মিনার, বিজয় নায়ক স্তম্ভ...
হতে চাইছ অমর ইতিহাস!
আমার বুকে লক্ষ লক্ষ গুলির দাগ, রক্তের ছাপ,
হিংসা চিহ্ন, বিপ্লবের কান্না...
আমার বুকে সাম্যের বিপ্লব আর আমিই
অসাম্য হয়ে রাজপথ, সড়ক, গলি...
নাম, সাম্য, বিপ্লব, ইতিহাস, রক্ত শব ভুলে
পথ ভোলা পথিকের পায়ে পায়ে আজও আমি বেঁচে।