ভোলা একটা গরুর নাম
গরু একটা প্রজাতির নাম।
অপরাজিতা একটা ফুলের নাম
ফুল একটা গাছের অংশের নাম।
সিদ্ধার্থ একটা মানুষের নাম
মানুষ একটা নষ্ট প্রজাতির নাম।
আসলে মানুষ যাকে ভালোবাসে; ভালোবেসেই দেয় নাম
আমার নাম নেই; আমাকে ভালোবাসাটা কি তাহলে কম?
বামন মানুষেরও একটা নাম আছে।
আমারও বামন ন্যায় ছোট্ট শরীর আছে
চিন্তা আছে, ভাবনা আছে, চাহিদা আছে
তাই নামের দাবিও আছে।
কবি তুমি তো সাম্যে বিশ্বাসী, অধিকারে বিশ্বাসী
আমার নামের বেলাতে কেন হলে তুমি বিবাগী?
অনু-কবিতা আমার প্রজাতি।
আমার নাম দাওনি তুমি, কবি
বিচারের কাঠগড়াতে তুমি আমার অপরাধী।