গণিত - বুদ্ধিমানের ভাষা
কথা না, চুপ -শুধু ইশারা।

কবিতার জন্য বাক্য নয়; শব্দকুচি
উফ! কি নিখুঁত - মিছরির ছুরি!

কুচো কুচো শব্দ; ফালতু কাব্য খোঁজো ।
শব্দ নয়; শব্দকুচিরা এবাজারে খুব ধারালো।

গণিতের ধাক্কায় দীর্ঘ বাক্য-কাব্যর নিপাত
বেঁচে থাক চিহ্ন, ইশারা, জটিল হিসাব...

কবিতা প্রেম
তোমাকে খোঁচানো কলম !




N. B. : বেশ কিছু কবিতাকে আঘাত দেওয়ার জন্য এই কবিতার জন্ম...যদি এই কবিতা কোন কবিতাকে সত্যি আঘাত দিয়ে থাকতে পারে তাহলে এর জন্ম সার্থক !