প্রিয় বন্ধু রণজয়,
সেদিন দুম করে বলে গেলি চলে
"মাথাটা পুরো গেছে"
সেকি আর আজ গেছে রে-
বরাবরের যাওয়া মাথা আমার।
মাথার ঠিক থাকলে-
কেও কি গরিব বাড়ি জন্ম নেয়?
অঙ্কে আমিও খারাপ ছিলাম না
কিন্তু বাঁধ সাধল সেই মাথা।
মাথার ঠিক থাকলে-কেও?
কেও কি অঙ্ক ছেড়ে বাংলা পড়ে?
কোনো সুস্থ মানুষকে দেখেছিস -
ক্যরিয়ার, চাকরির, ভাত ভুলে- বেকার বিয়ে করতে?
আমি করেছি; তারপর অনেকগুলো প্রেমও করেছি।
কিছু নির্বোধ শিক্ষার জন্যে অবশ্য শরীর ছুঁতে পারিনি।
প্রিয় মিথ্যে বলতে আজও পারিনা;
(অ)বন্ধু তাই পোষ মানে না।
প্রিয় বন্ধু রণজয়,
'রণপরাজয়'রা যে জিততে পারে না, পারেনা গাইতে
এমনটা কিন্তু নয়; আসলে ভয় পায় জয়ে।
আসলে বেশ কিছু মানুষ বোধহয় বাঁচে
যাদের 'রণ' শব্দ'টাতেই আপত্তি আছে।
বোকা সংসার নিজেই পাগল হয়ে পাক খেতে খেতে
ভুলে যায়; যে রণ বোঝেনা তার কিবা যায় আসে
জয় পরাজয়ে।
পরাজয় দেয়-
গ্লানি, বুক ভরা অভিমান, অপমানের জ্বালা,
সঙ্গে আগামীর হিসাবি নিজস্ব উৎকর্ষতা।
এখানে নেই জয়ের অহংকার।
আছে শুধু উন্নতির প্রচেষ্টা চিৎকার।
দেখ আমি আবার বলছি মাথাটা এদের সবার গেছে
কি বোকা, জয় ছেড়ে কেও পরাজয়ে মাতে...
তবে এটাও মানি, এটাও বুঝি -
নদীর জলের মত, জয় পরাজয় কেওই নয় দীর্ঘজীবি।
সময়ের তালে, কালের আগুনে
রণজয়, রণপরাজয় এক চিতাতে জ্বলে।
সে দ্যাখে আর মুচকি মুচকি হাসে!
জয়ে থাকিস।
ইতি- রণপরাজিতা।