পায়ের পাতায় নোনতা সাগর
জমাটি দুঃখ পাহাড় মাথার উপর।
জটা থেকে এঁকেবেঁকে চলে মিঠাজলা নদী ---
জলতল বাড়ছে, খাচ্ছে খাবি !
ডুবতে ডুবতে দৃষ্টি উর্দ্ধগামী...
ঊর্ধ্বে আকাশ শূন্যে শুয়ে।
জীবনের খোঁজ - তারাতে তারাতে
কে যেন ডাক দেয়, দেয় ডাক!
ডাক ভেসে আসে হাওয়ায় হাওয়ায়
তরঙ্গ উঠে বাঁচতে চাওয়া হাতের ছোঁয়ায়।
তরঙ্গ ডাক পথ পায়, শ্বাসনালী
তারা খসে, ছাই পায় মাটি।
জন্ম থেকে জন্ম হয়; সুযোগ বুঝে দেহ ছাড়ে সবাই।
অন্তপর; আহ্নিক গতি, পরিক্রমা আকাশের বুকে!
সে মাতৃ জঠরে জঠরে টোকা মেরে ঘোরে
আবার মিঠাজলা নদী হয়ে বইবে বলে।