এত খিদে, দুর্ভিক্ষ, মহামারি, মারামারি, যুদ্ধ, ভেঙে পড়া
আর এক চোখেও দেখতে পারছি না।
ভাবছি দু'চোখ বুজে বিষের জ্বালাতে
মুখ ঘষতে ঘষতে ঢুকে যাব তোমার চুলের জঙ্গলে।
দু'দন্ড বসব শান্তিতে ছায়াতে,
নিশ্বাসে নেব শুধু গন্ধ।
হাঁফ ফিরলে বেড়াতে বেরব
এ তো বিশ্ব-দর্শন!
জঙ্গল ছাড়িয়ে সরু ঘাড়ের উপত্যকা
তারপর দিগন্ত ছোঁয়া পিঠ, পিঠের শেষে
রাস্তা দুভাগ - পাহাড় সাগর!
তুমি পা সমান্তরাল রাখ, এক ছেড়ে আরেক
আমি পারব না।
আমাকে সমান্তরাল ভাবেই ভালোবেসে মরতে দাও।